চুয়াডাঙ্গা দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা”
- আপডেট সময় : ১০:৩৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
“চুয়াডাঙ্গা দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা”
মোঃ আসাদুজ্জামান আসাদ। চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
দামুড়হুদা অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে নানা অপরাধের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। জানা গেছে, পবিত্র রমজান ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ মঙ্গলবার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স রমজান স্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রমজান আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স শাপলা স্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদুর রহমানকে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স কে এস কসমেটিকসের মালিক মো. কলিমউদ্দিনকে নকল ও ভেজাল কসমেটিকস পণ্য বিক্রি করার অপরাধে একই আইনের ৪১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মঙ্গলবার অভিযানে তরমুজের পাইকারি আড়ত, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। কেউ তরমুজের মূল্য নিয়ে কারসাজি ও অতিরিক্ত মুনাফা করতে না পারে সে বাজার তদারকি করা হয়। এদিন আড়তদারদের বিক্রয়ের সময় সাথে সাথেই ভাউচার প্রদান ও ভাউচারের কার্বনকপি সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। সবাইকে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।