আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত।
- আপডেট সময় : ০১:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত।
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুণরায় দলীয় কার্যালয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পটভুমির উপর বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত অনুস্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, আগৈলখাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ লিটন।অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।