সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষের যোগদান

- আপডেট সময় : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ খাজুরা, যশোর-এ সংযুক্ত: অধ্যক্ষ, হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মোহাঃ মীর কাশেম।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী উপাধ্যক্ষ জনাব মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে নবাগত অধ্যক্ষ মহোদয়কে সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ, খাজুরা, যশোর এর সকল শিক্ষক-কর্মচারী অভ্যর্থনা জানান।
এসময় নবাগত অধ্যক্ষ মহোদয়ের সাথে ছিলেন, সরকারি মাইকেল মধুসুদন কলেজ যশোর এর ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও অধ্যক্ষ মহোদয়ের সহধর্মীনী শিরিন আক্তার।
অধ্যক্ষ মহোদয়ের আগমন উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদ এক অনাড়ম্বর পরিচিতি সভার আয়োজন করে, উক্ত সভার সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ জনাব মোঃ আমিনুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক, পরিসংখ্যান বিভাগের প্রভাষক জনাব মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ আমিনুর রহমান, এ পর্যায়ে কলেজের সকল শিক্ষক-কর্মচারী অধ্যক্ষ মহোদয়ের সাথে পরিচিত হন।
পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসুদন কলেজ যশোর এর ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও অধ্যক্ষ মহোদয়ের সহধর্মীনী শিরিন আক্তার।
পরিশেষে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোহাঃ মীর কাশেম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি হয়।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।