সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযানে ডিসি: বিএনপি নেতা আব্দুর রউফকে ‘বাটপার’ বললেন ডিসি মোস্তাক

নিজস্ব সংবাদদাতা
- আপডেট সময় : ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

মো:জাহিদ হাসান,নিজস্ব সংবাদদাতা:-সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র নেতা আব্দুর রউফকে ‘বাটপার’ বলে আখ্যায়িত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহম্মেদ।সরকারি খাস জমি উদ্ধারের চলমান অভিযানে ডিসি বলেন, আব্দুর রউফ ও তার ভাই সবুর দীর্ঘদিন ধরে গরিব মানুষের জমি প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন। গত তিনদিন ধরে তিনি ব্যক্তিগতভাবে ওই জমি উদ্ধারে তৎপর রয়েছেন।ডিসি আরও জানান, সরকারি জমি গরিবের অধিকার, কোনোভাবে ক্ষমতার অপব্যবহার করে তা দখলে রাখা যাবে না। দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।