মো:জাহিদ হাসান,নিজস্ব সংবাদদাতা:-সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র নেতা আব্দুর রউফকে ‘বাটপার’ বলে আখ্যায়িত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহম্মেদ।সরকারি খাস জমি উদ্ধারের চলমান অভিযানে ডিসি বলেন, আব্দুর রউফ ও তার ভাই সবুর দীর্ঘদিন ধরে গরিব মানুষের জমি প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন। গত তিনদিন ধরে তিনি ব্যক্তিগতভাবে ওই জমি উদ্ধারে তৎপর রয়েছেন।ডিসি আরও জানান, সরকারি জমি গরিবের অধিকার, কোনোভাবে ক্ষমতার অপব্যবহার করে তা দখলে রাখা যাবে না। দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.