রাণীশংকলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত
- আপডেট সময় : ১১:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ মে বিশ্ব মা দিবস ২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১২ মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, মা-অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মা দিবসের গুরুত্ব বর্ণনা করে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, খাদ্য কর্মকর্তা ইশকে আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নাসরিন আকতার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর ও সদস্য আখতারুজ্জামান, শিক্ষক লিপি আকতার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন এবং নারীদেরকে শিক্ষিত ও সচেতন মা হিসেবে ভূমিকা পালনের কথা বলেন।
ইউএনও তার সমাপনী বক্তব্যে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের সর্বোচ্চ ভূমিকা পালনের কথা বলেন। এজন্য তিনি মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হবার আহ্বান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী।

























