একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ মে বিশ্ব মা দিবস ২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১২ মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, মা-অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মা দিবসের গুরুত্ব বর্ণনা করে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, খাদ্য কর্মকর্তা ইশকে আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নাসরিন আকতার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর ও সদস্য আখতারুজ্জামান, শিক্ষক লিপি আকতার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন এবং নারীদেরকে শিক্ষিত ও সচেতন মা হিসেবে ভূমিকা পালনের কথা বলেন।
ইউএনও তার সমাপনী বক্তব্যে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের সর্বোচ্চ ভূমিকা পালনের কথা বলেন। এজন্য তিনি মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হবার আহ্বান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.