সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চেকপোস্টে পুলিশকে মারধর, যুবক আটক
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ
রাজশাহীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে এক যুবক। রবিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মো. সোহান (২২)। তিনি রাজশাহীর নগরীর কাটাখালী এলাকার বাসিন্দা।পরে তাকে আটক করা হয়।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম বলেন, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। এসময় মোটরসাইকেল চালক সোহানকে থামার নির্দেশ দেওয়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে মেরে পালানোর চেষ্টা করে সোহান।
পরে তাকে আটক করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।



















