নিজস্ব প্রতিবেদক : আশরাফ
রাজশাহীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে এক যুবক। রবিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম মো. সোহান (২২)। তিনি রাজশাহীর নগরীর কাটাখালী এলাকার বাসিন্দা।পরে তাকে আটক করা হয়।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম বলেন, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। এসময় মোটরসাইকেল চালক সোহানকে থামার নির্দেশ দেওয়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে মেরে পালানোর চেষ্টা করে সোহান।
পরে তাকে আটক করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.