রাউজানে হাকিম হত্যার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ ও প্রতিবাদ সভা

- আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে রাউজান উপজেলা বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীকে সন্ত্রাসী দ্বারা নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে রাউজান উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশটি নোয়াপাড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নোয়াপাড়া বাজার প্রদক্ষিন করে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলেরাা যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান উপজেলা বিএনপির সদস্য হাফেজ এম এ হাসেম, সামসুল হক বাবু, পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল ,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছোটন আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, অ্যাডভোকেট হাসেম,মুবিনুল হক, মোহাম্মদ আলম, আইয়ুব খান জনি, নাজিম উদ্দিন, মোঃ হারুন, জানে আলম, তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, জানে আলম সিকদার, নজরুল ইসলাম, আবুল কাশেম রানা, আরাফাত রানা, দিদার, জাহেদুল ইসলাম, মোঃ মুরাদ, হাসান মুরাদ, এম ইয়াকুব, বাপ্পা কুমার দাশ, পাভেল, পারভেজ,প্রমূখ।