খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “NextGen Onboarding 2025” অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

সঞ্চিতা সরকার,খুবি প্রতিনিধি:খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে গতকাল প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হলো নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা অনুষ্ঠান “KUCC NextGen Onboarding 2025”। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আশিকুর রহমান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা ও একাডেমিক প্রস্তুতি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আহমেদ আল ফয়সাল নবীন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ এবং সংগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সাধারণ সম্পাদক রাহুল ঘোষ ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ এক মুহূর্তে উপদেষ্টা প্রফেসর ড. আশিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ক্লাবের নিজস্ব ওয়েবসাইট (www.kuccofficial.com) উদ্বোধন করেন। ওয়েবসাইটটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই ক্লাবের কার্যক্রম, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক তথ্য এবং আসন্ন আয়োজন সম্পর্কে জানতে পারবেন।
“NextGen” আয়োজনে প্রায় ৩০০ নবীন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের আগ্রহ ও উদ্দীপনা প্রকাশ করেন। এ আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়নে অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তানিয়া আক্তার।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব জানায়, শিক্ষার্থীদের উন্নয়ন ও ক্যারিয়ারমুখী কার্যক্রম পরিচালনায় তারা সবসময় অঙ্গীকারবদ্ধ। আজকের এই অনুষ্ঠান ও ওয়েবসাইট উদ্বোধন শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।