সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের সাবেক মেয়র ঢাকা উত্তরা থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের বকশিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরার সাঙ্গাম মোড় থেকে জামালপুরের বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















