সংবাদ শিরোনাম :
আগৈলঝাড়ায় ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ীক গ্রেফতার

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

বরিশাল ক্রাইম রিপোর্টার :বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কুয়াতিয়ারপাড় গ্রামের সোহাগ মোল্লার স্ত্রী শারমিন পাপড়ি বেগম কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল পাপড়ি বেগম। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পাপড়ি বেগমকে বাকাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সৈকত বাড়ৈর ঘেরের পাড় থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতেই থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।