সংবাদ শিরোনাম :
ধর্ষণ কেনো?

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

ধর্ষণ কেনো?
মোঃ কবির হোসেন
বয়স আমার ৮ বছর কি ছিলো আকর্শন,
রক্ষা পাইনি আমি, কেনো করলো ধর্ষণ।
মানুষ রূপি কিছু পশু করছে সমাজে বাস,
আমার মতো অবুঝ শিশুর করলো সর্বনাশ।
বাংলাদেশে জন্মে আমি করেছি কি পাপ?
যারা আমাকে ধর্ষণ করেছে পায় না যেনো মাপ।
আজকে আমার থাকার কথা স্কুলের ঐ গেটে,
তা না করে থাকতে হলো হাসপাতালের বেডে।
বিচার দিলাম নরপশু শাস্তি যেনো পায়,
আপনাদের কাছে আমি বলে দিলাম তাই।