ধর্ষণ কেনো?
মোঃ কবির হোসেন
বয়স আমার ৮ বছর কি ছিলো আকর্শন,
রক্ষা পাইনি আমি, কেনো করলো ধর্ষণ।
মানুষ রূপি কিছু পশু করছে সমাজে বাস,
আমার মতো অবুঝ শিশুর করলো সর্বনাশ।
বাংলাদেশে জন্মে আমি করেছি কি পাপ?
যারা আমাকে ধর্ষণ করেছে পায় না যেনো মাপ।
আজকে আমার থাকার কথা স্কুলের ঐ গেটে,
তা না করে থাকতে হলো হাসপাতালের বেডে।
বিচার দিলাম নরপশু শাস্তি যেনো পায়,
আপনাদের কাছে আমি বলে দিলাম তাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.