সংবাদ শিরোনাম :
সাভারে জমিজমা বিক্রি কেন্দ্র করে মারামারির ঘটনায় ৭ জন আহত

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ-
সাভারে জমিজমা বিক্রি কেন্দ্র করে মারামারির ৭ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।দক্ষিণ শ্যামপুর ও সাব-রেজিষ্টি অফিসের সামনে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।আহতরা জানায়- সকালে সাভারের ভরারী এলাকায় জমি বিক্রি নিয়ে কথা কাটাকাটির জেরে রফিক আহমেদ ও তার ছেলে নোয়াম আহমেদ রোজনকে পিটিয়ে গুরুতর আহত করে। প্রতিপক্ষের লোকজন পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় সেনাবাহিনী ৪ জনকে আটক করে সাভার মডেল থানায় সোর্পদ করেছে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।