নিজস্ব প্রতিনিধিঃ-
সাভারে জমিজমা বিক্রি কেন্দ্র করে মারামারির ৭ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।দক্ষিণ শ্যামপুর ও সাব-রেজিষ্টি অফিসের সামনে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।আহতরা জানায়- সকালে সাভারের ভরারী এলাকায় জমি বিক্রি নিয়ে কথা কাটাকাটির জেরে রফিক আহমেদ ও তার ছেলে নোয়াম আহমেদ রোজনকে পিটিয়ে গুরুতর আহত করে। প্রতিপক্ষের লোকজন পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় সেনাবাহিনী ৪ জনকে আটক করে সাভার মডেল থানায় সোর্পদ করেছে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.