
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপনের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। ৭ডিসেম্বর (রবিবার) আত্মসমর্পনকৃত জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে স্বশস্ত্র ১০ জন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে। অপহৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ(৫০), ইব্রাহিম হোসেন(৪৫), আনারুল ইসলাম(২২), নাজমুল হক(৩৪), শামিম হোসেন(৩৬), আনোয়ার হোসেন(৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন(৩৫)। ফিরে আসা দুই জেলে ফজের আলী ও সবুজ মিয়ার ভাষ্য সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে দুই তারিখে পাশ সংগ্রহ করে তারা কাঁকড়া শিকারের জন্য বনে যায়। বনে যেয়ে একপর্যায়ে কাঁখড়া শিকারের জন্য রোববার তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিল। একপর্যায়ে তিনটি নৌকায় ১০ জন বন্দুকধারী তাদেরকে ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজনকে উঠিয়ে যাওয়ার পাশাপাশি মুক্তিপনের টাকা পাঠানোর নির্দেশ দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.