সাটুরিয়া থানায়, একটি প্রাইভেট কার সহ দুইজন আসামি ৭০২ পিস ইয়াবা সহ আটক

- আপডেট সময় : ১০:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

মোবারক,মানিকগঞ্জ প্রতিনিধি:-
সাটুরিয়া থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্রু বালা ও অফিসার ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান ডিউটি কালে একটা গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা দিন কামতা গোলোরা ঢাকা টু মানিকগঞ্জ হাই ওয়ে রোডের উত্তর পাশে হাইটেক অটোমোবাইল গ্যারেজের সামনে ফাঁকা জায়গায় দুইজন মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার নিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। অনুমান রাত দশটা বাজে ঘটনাস্থলে থাকা প্রাইভেট কার আরোহী দুজনকে জিজ্ঞাসাবাদ করিলে উল্টাপাল্টা কথা বলে। পরবর্তীতে, অফিসার ও সঙ্গীয়ফোর্স তল্লাশি কালে তাদের নিকট হইতে সাতশত দুই পিস (৭০২) ৃইয়াবা পাওয়া যায়। যাহার আনুমানিক মূল্য ২,১০,৬০০/টাকা। আসামি দুজনের নিকট হইতে, দুইটা এন্ড্রয়েড মোবাইল ও ২০,১৫০ /টাকা নগদ অর্থ জব্দ করা হয়। আসামি দুইজন মাদকদ্রব্য বিক্রির জন্যে যে গাড়িটি ব্যবহার করতে ছিল তার গায়ের রং সিলভার, গাড়ির রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ -১৭-৬৮১২
আসামি দয়ের নাম ও ঠিকানা।
১/মোঃ হাবিবুর রহমান (৩০) পিতা আব্দুল জলিল সাং সুতিপাড়া।
২/রাশিদুল ইসলাম (৩০) পিতা শুকুর আলী সাং গোয়ালদী। উভয় থানা ধামরাই। জেলা ঢাকা। আসামী দুইজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু হইয়াছে।