শ্যামনগর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শ সভা

- আপডেট সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডাদের পরামর্শ সভা স্থানীয় অভিযোজন কর্ম পরিকল্পনা এল এ পি এ প্রণয়ন,গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি অর্থায়নে ও বে-সরকারি এনজিও সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে শুরুতেই মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত আলোকপাত করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ আল-আমিন হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা,ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,সাংবাদিক, ও সুধিজন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আমিনুর রহমান প্রমুখ।