
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ শামুক উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল বাবুর নেতৃত্বে বুধবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ হাজির মোড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত শামুক উদ্ধার করা হয়। আটক শামুকের পরিমান আনুমানিক ৮৬০ কেজি।বন বিভাগ জানায়, অবৈধভাবে শামুক সংগ্রহ ও পাচারের খবর পেয়ে তারা মাঠে নামে। পরে কয়েকটি স্পটে অভিযান চালিয়ে এসব শামুক উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয়ভাবে শামুক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।উদ্ধারকৃত শামুক বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার সময় চুনা নদীতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল বাবুসহ বন বিভাগের কর্মকর্তাবৃন্দ। তারা বলেন এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.