
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে কুখ্যাত চোরাকারবারি দলের লিডার আরজ খান সহ তার ২ সহযোগী আটক করা হয়েছে। শুক্রবার ( ২৮ নভেম্বর)দিবাগত রাতে ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর সুস্মিত (17 BGB) এবং লেফটেন্যান্ট রাদীদ( 37 BIR) এর নেতৃত্বে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অপারেশন পরিচালনার মাধ্যমে কুখ্যাত চোরাকারবারী দলের রিং লিডার আরজ খানকে কৈখালীর নৈকাঠী এলাকা (শ্যামনগর উপজেলা) থেকে তার দুই সহযোগীসহ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এই অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পাদনকালে এনটিএমসি, বিজিবি সেল কর্তৃক টার্গেট এর লোকেশন (Lat-Long) সার্বক্ষনিকভাবে প্রদান করা হয় যার মাধ্যমে অপারেশনটি কার্যকরভাবে সম্পাদন করা সম্ভবপর হয়েছে। আরজ খান এর কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাদেরই দলের অন্যতম সহযোগী সোহরাবকে উত্তর কৈখালী এলাকা হতে সকাল ০৬:৩৫ ঘটিকায় গ্রেফতার করা হয়েছে। তিন অপরাধীর নিকট হতে ০২টি অবৈধ মোটরসাইকেল, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তিন অপরাধীকে বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক যৌথভাবে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইন অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে। নিম্নে আটককৃতরা হলো, ১/ নাম: মোঃ আরজ খান (৪০), পিতার নাম: শেখ সামসুর রহমান, গ্রাম: পশ্চিম কৈখালী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। ২/ নাম: সোহরাব গাজী (৪০), পিতার নাম: মৃত মতিয়ার গাজী, গ্রাম: পশ্চিম কৈখালী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। ৩/ নাম: মোঃ ফরহাদ হোসেন (৩৬), পিতার নাম: মোঃ ফজলুল হক গাজী, গ্রাম: পশ্চিম কৈখালী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। তথ্যটি নিশ্চিত করেছেন, লেঃ কর্ণেল
মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্
পরিচালক অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.