
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সাড়ে এগোরোটায় শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রাণী সপ্তাহের প্রদর্শনী মেলাটি অনুষ্ঠিত হয়েছে।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ মেলা প্রদশর্নীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম।
ভেটেনারি সার্জন ডা. মুকিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ গ্রামগঞ্জ থেকে আসা অনেক খামারি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.