রাজাপুরে বিএনপি র দুই গ্রুপের পৃথক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বুধবার (৩ সেপ্টেম্বর) দুই গ্রুপ পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে।
বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির একটি অংশ রাজাপুর মেডিকেল মোড় থেকে র্যালি বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা। সভায় বক্তব্য দেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, বিএনপি নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান তুলে ধরে বলেন, “বিএনপি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দল আবারও শক্তিশালী হবে।” সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মোল্লা।
অন্যদিকে উপজেলা বিএনপির অপর গ্রুপ বাঘড়ি এলাকার দলীয় কার্যালয় থেকে র্যালি শুরু করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়। সমাপনী বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
উভয় কর্মসূচিতে রাজাপুর উপজেলার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে গত ১৩ আগস্ট একই ধরনের পরিস্থিতিতে উপজেলা প্রশাসন এক স্থানে সমাবেশ সীমিত রাখতে ১৪৪ ধারা জারি করেছিল।