সংবাদ শিরোনাম :
রাক্ষুসী জুলাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধিঃ
রাক্ষুসী জুলাই,
আর কত রক্ত চাস?
আর কত মুণ্ডু চিবিয়ে খাস?
চব্বিশের তান্ডব ভুলতে পারিনি আজও
রক্তের দাগ শুকায়নি এখনো।
হিংস্র থাবা আবার হানলি পঁচিশে এসে?
কত কচি প্রাণ ভষ্ম করলিএকনিমিষে।
অভিশপ্ত জুলাই,রক্তখেকো ডাইনী
এখনো কি তোর ক্ষুধা যায়নি?
এত মায়ের বুকফাটা আর্তনাদ
বাবার আহাজারি
সাত আসমান ভেদ করে
তাঁর দরবারে পৌঁছায়না কী?
অভিশপ্ত জুলাই
কবি–সাইফুন্নাহার শিউলি
২১/০৭/২৫
(মাইলস্টোন ট্রেজেডি)


























