তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধিঃ
রাক্ষুসী জুলাই,
আর কত রক্ত চাস?
আর কত মুণ্ডু চিবিয়ে খাস?
চব্বিশের তান্ডব ভুলতে পারিনি আজও
রক্তের দাগ শুকায়নি এখনো।
হিংস্র থাবা আবার হানলি পঁচিশে এসে?
কত কচি প্রাণ ভষ্ম করলিএকনিমিষে।
অভিশপ্ত জুলাই,রক্তখেকো ডাইনী
এখনো কি তোর ক্ষুধা যায়নি?
এত মায়ের বুকফাটা আর্তনাদ
বাবার আহাজারি
সাত আসমান ভেদ করে
তাঁর দরবারে পৌঁছায়না কী?
অভিশপ্ত জুলাই
কবি--সাইফুন্নাহার শিউলি
২১/০৭/২৫
(মাইলস্টোন ট্রেজেডি)
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.