বিপ্লবের ডিগবাজীতে অতিষ্ঠ জনজীবন, অনলাইন পোর্টাল দেখিয়ে চাদা তুলে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা

- আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ জিহাদ,গাইবান্ধা প্রতিনিধিঃ
বিভিন্ন সোর্স তথ্যের ভিত্তিতে জানা যায় বিপ্লব আহমেদ (৩৫) পিতা মোজাম্মেল হক গ্রাম লক্ষিপুর পলাশ বাড়ি থানা গাইবান্ধা দীর্ঘদিন যাবত ঢাকাতেই বসবাস, ভবঘুরে মত জীবনযাপন, নিজে কখনো সাংবাদিক পরিচয় দেয়, কখনো আবার বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডার আবার কখনো মালিক আবার কখনো মানুষ কে সহযোগিতা করার নামে করে প্রতারণা ও বাটপারি বলতে গেলে চারশো বিশ। ইদানীং অনলাইন পোর্টাল পত্রিকা খুলে নিজেকে পত্রিকার সম্পাদক দাবী করছে। তবে সম্পাদক হতে গেলে যা যোগ্যতার প্রয়োজন তার ধারকাছেও সে নেই, আবার এই অনলাইন পোর্টাল খুলে অনলাইনে আবার দিচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, সহজ সরল বেকার ছেলেরা পড়ছে তার পাতানো ফাঁদে। অনেক কে মোটা অংকের বেতন স্যালারি কথা বলে, অগ্রিম অফিস খরচ বাবদ নিচ্ছে মোটা অংকের টাকা, বিনিময়ে দিচ্ছে নিয়োগ, আবার এসব টাকা কেন লাগবে বললে সে উত্তর দেয় পত্রিকা অফিসে কাজ করবে সেখানে মাইক্রোফোন বাবদ এবং আর কিছু অফিশিয়াল ডকুমেন্টস আছে সেটা পুরণ করার জন্য, আর এদিকে এসব মিথ্যা প্রলোভনে পরে বেকার যুবকরা পরে যাচ্ছে তার পাতানো ফাঁদে, তার কিছুদিন পর তার সিম চেইঞ্জ করে ফেলে আবার খুজে নতুন কোনো অসহায় বেকার কে।
এভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে বিপ্লব, সোর্স সুত্রে আরও জানা যায় বিপ্লব শিক্ষকতার যোগ্যতা নাই বললেই চলে, ফেইসবুক এ একটা একাউন্ট খুলে নিজেকে মস্তবড় সম্পাদক দাবী করে বিভিন্ন যায়গায় থেকে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা চাঁদা। এবং প্রায় যায়গায় নাম ভাঙিয়েছেন কোনো এক মহসিন এর। এই নাম শুনে সাংবাদিক মহলে বইছে ক্ষোভের ঝড় নানান প্রশ্ন নানান সন্দেহ কে এই মহসিন
এদিকে বিপ্লব অনেক সিনিয়র সাংবাদিক ও সম্পাদক এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপ্রচার চালাচ্ছে, এ নিয়ে সাংবাদিক মহলে দেখা গিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া, এই বিষয় নিয়ে সাংবাদিক মহল ও সুশিল সমাজের একটাই দাবী এসব হলুদ সাংবাদিকদের কে আইনের আওতায় এনে কঠিনতম থেকে কঠিন শাস্তি দেওয়া হউক, যেনো ভবিষ্যৎ এ কেউ সাংবাদিকের মত মহৎ পেশা কে কলংকৃত করতে না পারে না!!