
স্টাফ রিপোর্টার ফেনী:মোহাম্মদ হানিফ।
তৃণমূলে সক্রিয়তা বাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দ
ফেনী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বাংলাদেশ এবি পার্টি নতুন রাজনৈতিক গতিশীলতা তৈরি করছে।
দলীয় সূত্র নিশ্চিত করেছে, এবি পার্টির পক্ষ থেকে এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব ও তরুণ সংগঠক ওয়াসিউর রহমান খসরু।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তার নাম সমর্থক ও সাধারণ মানুষের কাছে নতুন আশা হিসেবে আলোচিত হচ্ছে। শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তৃণমূলে দীর্ঘদিনের সাংগঠনিক কাজের অভিজ্ঞতা খসরুকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা
ওয়াসিউর রহমান খসরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শুধু সেখানে থেমে না থেকে তিনি উচ্চশিক্ষার পরিধি বাড়িয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ থেকেও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
শিক্ষাজীবনের অর্জন ও বিভিন্ন গবেষণামূলক কাজ তাকে রাজনৈতিক বিশ্লেষণ, গঠনমূলক নেতৃত্ব ও মাঠপর্যায়ের উন্নয়ন ভাবনায় এগিয়ে রেখেছে বলে অভিমত স্থানীয় নেতাকর্মীদের।
বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি সফলভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সহকর্মীদের দাবি, রাজনীতির বাইরেও নৈতিকতা, স্বচ্ছতা ও সততা তার পরিচয়ের অংশ।
দলে সক্রিয়তা ও তৃণমূলের সমর্থন
সোনাগাজী উপজেলা এবি পার্টির সদস্য সচিব হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের উন্নয়ন, সামাজিক সেবা, শিক্ষা ও যুব উন্নয়নমুখী কার্যক্রমে যুক্ত আছেন।
তৃণমূলে তার সক্রিয়তা এবং মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কয়েক বছর ধরে এলাকায় তার জনপ্রিয়তা বেড়েছে। দলীয় কর্মী ও সমর্থকরা মনে করেন, এলাকার সমস্যাগুলো সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে এবং সমাধানে তিনি বাস্তবমুখী পরিকল্পনা উপস্থাপন করতে সক্ষম।
দাগনভূঞা, সোনাগাজীর বিভিন্ন ইউনিয়নে সাম্প্রতিক সময়ে সভা–সমাবেশ, উঠান বৈঠক ও গনসংযোগে তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, নতুন প্রজন্মের শিক্ষিত নেতৃত্ব হিসেবে তার বিকল্প ভাবা কঠিন।
মনোনয়ন প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা
ওয়াসিউর রহমান খসরু বলেন,
“রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, মানুষের সেবা করার মাধ্যম। এই এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, কৃষক ও মৎস্যসম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, এবং যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, এলাকার মানুষের বিশ্বাস অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য।”
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটি তার সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং এলাকার জনপ্রিয়তা মূল্যায়ন করে তাকে মনোনয়নের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা
সোনাগাজী ও দাগনভূঞার বিভিন্ন এলাকার মানুষ মনে করেন, বহু বছর ধরে তাদের সমস্যা — অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও কৃষি খাতে অনিয়ম — সমাধানে নতুন নেতৃত্ব প্রয়োজন।
এ কারণে অনেকেই আশা করছেন, ওয়াসিউর রহমান খসরুর মত স্বচ্ছ ভাবমূর্তির তরুণ নেতৃত্ব এই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.