
মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী:
স্বেচ্ছাসেবীদের উদ্যোগে মানুষের স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহ বৃদ্ধি ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে স্থানীয় জনগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন।
উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন ফুলগাজী সদর ইউনিট ও আনন্দপুর ইউনিটের স্বেচ্ছাসেবীরা। দিনের শুরুতেই মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা শুরু হয়। এ ছাড়া উপস্থিত সবাইকে নিয়মিত রক্তদানের গুরুত্ব, স্বাস্থ্যকর জীবনযাপন এবং জরুরি অবস্থায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রমের আহ্বান জানান। আয়োজকরা জানান, তারা নিয়মিত এই ধরনের সচেতনতা মূলক ক্যাম্পিং আয়োজন করে যাবেন, যাতে মানুষ রক্তদানে উৎসাহিত হয় এবং স্বেচ্ছাসেবীদের ভূমিকা আরও শক্তিশালী হয়।
রক্তদানে এগিয়ে আসার আহ্বান
আলোকিত ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবীরা বলেন, “একজন রক্তদাতা অন্য কারো জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল মানুষকে নিয়মিত রক্তদানে অংশ নিতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.