
জি. এম জনি, নীলফামারী:
নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেকে এক লক্ষ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।
সারাপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক ও একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম ওরফে শুভ।
মামলাটির দীর্ঘ শুনানী শেষে সোমবার বিকেলে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধীত/০৩ এর ৯(৩) ধারার অপরাধ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ দন্ড দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নীলফামারী এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ।
মামলার আরজি সুত্রে জানা যায়, গত ২০১৪ সালে ভুক্তভোগী মৃত আকলিমা খাতুনের সাথে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবরা রসুলপুর এলাকার মো. আনিসুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলামের সাথে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর আকলিমার শ্বশুরবাড়ীর লোকজনের সাথে বনি-বনা না হওয়ায় প্রায় সময় আকলিমা তার বাবার বাড়ীতে চলে আসতো। পরবর্তীতে আকলিমার মা মেয়েকে বুঝিয়ে আবারও তার শ্বশুরবাড়ীতে পাঠিয়ে দিতো।
এরই ধারাবাহিকতায় গত ২০২০ সালের ১৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকলিমা আবারও তার শ্বশুরবাড়ীর লোকজনের সাথে ঝগড়া বিবাদ করে বাবার বাড়ীতে চলে আসে। পরের দিন অর্থাৎ ২০২০ সালের ২১ আগস্ট ভোর সাড়ে ৫টা হতে আকলিমাকে কোথাও খুঁজে পাননি তার মা মমতাজ বেগমসহ বাড়ীর অন্যান্যরা।
২০২০ সালের ২২ আগষ্ট সকাল ৮টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটির পাশে থেকে আকলিমার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সৈয়দপুর থানায় বাদী হয়ে মামলা করে মৃত আকলিমার মা মমতাজ বেগম।
মামলাটি দায়েরের পর থেকেই নীবিড় ভাবে তদন্তে কার্যক্রম শুরু করে সৈয়দপুর থানা পুলিশ। পুলিশী তদন্তে প্রকাশ পায় গৃহবধু আকলিমাকে গণধর্ষণের পর হত্যা করেছে সাজাপ্রাপ্তরা।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধূ আকলিমা হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে মোট ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মামলাটি দীর্ঘ শুনানী শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.