
মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি এলাকায় সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠ এলাকায় সোহেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।স্থানীয়দের মতে, ভোরের দিকে মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত সোহেল স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।চুয়াডাঙ্গা সদর থানার একজন কর্মকর্তা জানান, “পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেতা উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার ও স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.