
রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারালেন এক কর্তব্যরত পুলিশ সদস্য। এই দুর্ভাগ্যজনক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ওই পুলিশ সদস্যের নাম আনিসুর রহমান আনিস (Anisur Rahman Anis)।পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাস, গ্রাম ও উপজেলা রামনগর, দর্শনা, চুয়াডাঙ্গা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস প্রতিদিনের মতো আজ সকালেও তাঁর ডিউটির জন্য মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন। যখন তিনি কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে পৌঁছান, ঠিক তখনই একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা বাবার ছেলে আনিসুরের এমন অকাল মৃ*ত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার, সহকর্মী ও এলাকাবাসী। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।ট্রাক চালককে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত পরিবারের স্বজন ও সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.