
মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জের সীমান্তবর্তী খূড়মী এলাকার বিজিবি ক্যাম্পে যাওয়ার এক মাত্র চলাচলের রাস্তার উপর নির্মিত একটি ছোট ব্রিজ হঠাৎ ভেঙে পড়েছে। এতে ধান বোঝাই একটি ভ্যান খালে পড়ে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ০৮/১২/২০২৫ সকাল আনুমানিক ৯.০০টার দিকে একটি ভ্যান ধান নিয়ে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রিজের ওপর উঠতেই হঠাৎ করে ব্রিজের এক পাশ ধসে পড়লে ভ্যানটি সোজা পাশের খালে উল্টে পড়ে যায়। এতে ভ্যানচালক আহত হন এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ, কৃষিপণ্য ও বিজিপি ক্যাম্পের যাতায়াত হয়ে থাকে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, এমদাদুল ইসলাম বলেন“এই ব্রিজ অনেকদিন ধরেই নড়বড়ে ছিল। আমরা বারবার জানিয়েছি, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। আজ বড় দুর্ঘটনা না হলেও এর দায় কে নেবে?”
এদিকে ব্রিজ ভেঙে পড়ায় ওই এলাকায় যান চলাচল ঝুকিপূণ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ ও কৃষকরা। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.