সংবাদ শিরোনাম :
আঘাত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

“আঘাত”
——–এসআই সেনামুল
পিছন থেকে আঘাত করে
কিছু মানুষ আছে,
অন্যের দুঃখ দেখলে তাঁরা
ঢোল বাজিয়ে নাচে।।
কাটা গাঁয়েতে লবণের ছিটা
দিতে পারলে খুশি
সৎ মানুষকে ফাঁকে ফেলে
বানায় তাঁরা দোষী।
এই চলেছে বর্তমান কাল
শান্তি নেই দেশে,
খারাপ লোকে সাধু সাঁজে
চলে মুচকি হেসে।
উচিৎ বললে রেগে আসে
দেখায় খুব ঝাঁঝ,
তাঁদের জন্য সোনার বাংলা
ভালো নেই আজ।
প্রকাশকালঃ-(শনিবার)৫এপ্রিল ২০২৫ইং
তৌফিকুর রহমান তাহের:
(সুনামগঞ্জ)দিরাই-শাল্লা প্রতিনিধি,