"আঘাত"
--------এসআই সেনামুল
পিছন থেকে আঘাত করে
কিছু মানুষ আছে,
অন্যের দুঃখ দেখলে তাঁরা
ঢোল বাজিয়ে নাচে।।
কাটা গাঁয়েতে লবণের ছিটা
দিতে পারলে খুশি
সৎ মানুষকে ফাঁকে ফেলে
বানায় তাঁরা দোষী।
এই চলেছে বর্তমান কাল
শান্তি নেই দেশে,
খারাপ লোকে সাধু সাঁজে
চলে মুচকি হেসে।
উচিৎ বললে রেগে আসে
দেখায় খুব ঝাঁঝ,
তাঁদের জন্য সোনার বাংলা
ভালো নেই আজ।
প্রকাশকালঃ-(শনিবার)৫এপ্রিল ২০২৫ইং
তৌফিকুর রহমান তাহের:
(সুনামগঞ্জ)দিরাই-শাল্লা প্রতিনিধি,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.