সোনাগাজীতে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়

- আপডেট সময় : ১১:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার:ফেনী শহরের ন্যায় সোনাগাজী পৌরসভা এলাকায় অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও সোনাগাজী মডেল থানা কর্তৃক পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত দখল করে রাখা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫ জনকে ১০০০০/- টাকা জরিমানা করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইন চার্জ মো. সাইফুল ইসলাম এ সময় থানার একটি বড় টিম নিয়ে সকলকে সতর্ক করেন।
সকল অবৈধ দোকানদাদের এ যৌথ অভিযানে ফুটপাত হতে উঠিয়ে দেয়া হয় এবং সতর্ক করা হয়। সার্বিকভাবে পৌরসভা এ অভিযানে সহায়তা করে। পৌরসভা কর্তৃক বেশ কটি দোকানের সামনের অংশ ভেঙে দেয়া হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।