লেমুয়া ইউনিয়নে অনলাইন ভূমি সেবা বিষয়ে ক্যাম্পিং শুরু ইউএনডিপির

- আপডেট সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১নং, ২নং ৩নং ওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে ভূমি সেবা বিষয়ক দুই দিনব্যাপী ক্যাম্প।
শনিবার (১১ অক্টোবর) সকালে উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়, যা আগামীকাল রবিবারও চলবে।
এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষকে অনলাইনে ভূমি সেবা গ্রহণে উৎসাহিত করা এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা থেকে নিরাপদে সুরক্ষিত থাকার উপায় তুলে ধরা হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে উপস্থিত কর্মকর্তারা অংশগ্রহণকারীদের অনলাইনে খাজনা প্রদান, নামজারি, খতিয়ান উত্তোলনসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেন।
প্রথম দিনেই স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
তারা জানান, আগে এসব সেবা নিতে উপজেলা ভূমি অফিসে যেতে হতো, এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাবে—যা সময় ও খরচ উভয়ই কমাবে।
তবে প্রথম দিনের কার্যক্রমে লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। ইউএনডিপির কর্মকর্তারা এককভাবে দায়িত্ব পালন করেন এবং ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী আলোচনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। আগামীকাল দ্বিতীয় দিনেও অনলাইন ভূমি সেবার উপর প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা চলবে।
স্থান: উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমুয়া ইউনিয়ন, ফেনী সদর, ফেনী
সময়কাল: ১১–১২ অক্টোবর ২০২৫