মুজিবনগরে ইউপি সদস্যের ঘুষিতে অপর সদস্য রক্তাক্ত জখম

- আপডেট সময় : ০৪:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :-মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে টিআর ও কাবিখা প্রকল্পের বণ্টন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য ওমর ফারুকের ঘুষিতে আরেক সদস্য আব্দুর রকিব রক্তাক্ত জখম হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ বণ্টন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ৭নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক ও ৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রকিবের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওমর ফারুক আব্দুর রকিবকে ঘুষি মারেন, এতে তার নাক ফেটে রক্তক্ষরণ হয়।পরিস্থিতি মারাত্মক দেখে অভিযুক্ত সদস্য ওমর ফারুক স্থান ত্যাগ করেন। আহত আব্দুর রকিবকে স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি নিশ্চিত করে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সবার সামনেই ঘটনাটি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।