নোবিপ্রবিতে গবেষণার মানোন্নয়নে কর্মশালা

- আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গবেষণার মানোন্নয়ন ও শিক্ষা-গবেষণার সমন্বয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি বলেন, “গবেষণার গুণগত মান বাড়াতে কার্যকর বিষয় নির্বাচন করে প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে হবে। পর্যাপ্ত সময় হাতে নিয়ে প্রস্তুতি নিলে প্রজেক্টের মান উন্নত হবে। আইকিউএসি’র আয়োজনে সারা বছর প্রজেক্ট রাইটিং, টিচিং-লার্নিংসহ বিভিন্ন বিষয়ে এমন কার্যক্রম চলমান থাকা উচিত।”
কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী আশরাফুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।
কর্মশালায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের মোট ৬৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।