ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ দিনের ছুটি যশোরে জাল ওয়ারিশ সনদ প্রদান, ইউপি প্রশাসকের বিরুদ্ধে মামলা সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মানিকগঞ্জে মহাসড়কে সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানকে ক্রেস প্রদান সাতক্ষীরায় শহীদ আসিবের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করে শিবির উঁকি দিচ্ছে ধানের শীষ স্বপ্ন দেখছেন হরিপুরের আমন চাষীরা মানিকগঞ্জে অবৈধ দোকানে দখলদারিত্ব: জনদুর্ভোগ চরমে গাজীপুরে অটো গাড়ি চুরি, স্থানীয়দের সহায়তায় উদ্ধার জামালপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে ভর্তি

নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ অসম্ভব: নার্গিস বেগম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

নিজেস্ব সংবাদদাতাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন যে, একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ অসম্ভব। তিনি জোর দিয়ে বলেন, দেশ পরিচালনার দায়িত্ব কেবলমাত্র নির্বাচিত সরকারের ওপরই বর্তায়, যাদেরকে জনগণ নির্ভয়ে ভোট দিয়ে ক্ষমতায় আনে।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম এসব কথা বলেন। আমিনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও উল্লেখ করেন, “আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার।”

নার্গিস বেগম স্বৈরাচারী শাসনামলে নারীদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করে বলেন, সেই সময়ের নির্যাতন ‘জাহেলিয়া যুগকেও হার মানায়’। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি সবসময় নারীর সুরক্ষায় কাজ করে আসছে। দেশের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, “এই দেশে আমরা জন্মেছি। এই দেশ আমাদের, দেশের বাইরে আমাদের অন্য কোনো ঠিকানা নেই। আমরা দেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযুক্ত করে গড়তে চাই।”

অধ্যাপক নার্গিস বেগম নির্বাচনের তারিখ পেছানোর ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের ঘোষণা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তিনি বিশ্বাস করেন, জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং সেই নির্বাচিত সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে, যার হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

নারী নেত্রী অ্যাডভোকেট সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ অসম্ভব: নার্গিস বেগম

আপডেট সময় : ১১:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

নিজেস্ব সংবাদদাতাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন যে, একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ অসম্ভব। তিনি জোর দিয়ে বলেন, দেশ পরিচালনার দায়িত্ব কেবলমাত্র নির্বাচিত সরকারের ওপরই বর্তায়, যাদেরকে জনগণ নির্ভয়ে ভোট দিয়ে ক্ষমতায় আনে।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম এসব কথা বলেন। আমিনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও উল্লেখ করেন, “আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার।”

নার্গিস বেগম স্বৈরাচারী শাসনামলে নারীদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করে বলেন, সেই সময়ের নির্যাতন ‘জাহেলিয়া যুগকেও হার মানায়’। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি সবসময় নারীর সুরক্ষায় কাজ করে আসছে। দেশের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, “এই দেশে আমরা জন্মেছি। এই দেশ আমাদের, দেশের বাইরে আমাদের অন্য কোনো ঠিকানা নেই। আমরা দেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযুক্ত করে গড়তে চাই।”

অধ্যাপক নার্গিস বেগম নির্বাচনের তারিখ পেছানোর ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের ঘোষণা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তিনি বিশ্বাস করেন, জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং সেই নির্বাচিত সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে, যার হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

নারী নেত্রী অ্যাডভোকেট সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।