নিজেস্ব সংবাদদাতাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন যে, একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ অসম্ভব। তিনি জোর দিয়ে বলেন, দেশ পরিচালনার দায়িত্ব কেবলমাত্র নির্বাচিত সরকারের ওপরই বর্তায়, যাদেরকে জনগণ নির্ভয়ে ভোট দিয়ে ক্ষমতায় আনে।
বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম এসব কথা বলেন। আমিনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও উল্লেখ করেন, “আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার।”
নার্গিস বেগম স্বৈরাচারী শাসনামলে নারীদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করে বলেন, সেই সময়ের নির্যাতন ‘জাহেলিয়া যুগকেও হার মানায়’। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি সবসময় নারীর সুরক্ষায় কাজ করে আসছে। দেশের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, “এই দেশে আমরা জন্মেছি। এই দেশ আমাদের, দেশের বাইরে আমাদের অন্য কোনো ঠিকানা নেই। আমরা দেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযুক্ত করে গড়তে চাই।”
অধ্যাপক নার্গিস বেগম নির্বাচনের তারিখ পেছানোর ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের ঘোষণা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তিনি বিশ্বাস করেন, জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং সেই নির্বাচিত সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে, যার হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।
নারী নেত্রী অ্যাডভোকেট সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.