সংবাদ শিরোনাম :
দর্শনায় ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার

মোহ মুনাইম হোসেন, জীবননগর প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ৬০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪শ নগদ টাকা উদ্ধার করা হয়।
গত শনিবার রাত সাড়ে ১০টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মৃত আঃ কুদ্দুসের স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৫০) এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশী নগদ ৬,৪০০টাকা ও শান্তিপাড়ার লুকমান মিয়ার ছেলে মোঃ বকুল মিয়া (২৮) এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।