চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ৬০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪শ নগদ টাকা উদ্ধার করা হয়।
গত শনিবার রাত সাড়ে ১০টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মৃত আঃ কুদ্দুসের স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৫০) এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশী নগদ ৬,৪০০টাকা ও শান্তিপাড়ার লুকমান মিয়ার ছেলে মোঃ বকুল মিয়া (২৮) এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.