তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি ও বাইসাইকেল বিতরণ
- আপডেট সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি ও বাইসাইকেল বিতরণ
বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রয়ারির) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব দীনেশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোর তুমপা,বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সী,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড.কামরুজ্জামান বাচ্চু,সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, রাখাইন প্রতিনিধি খে মংলাসহ রাখাইন নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে বাইসাইকেল,প্রাথমিক পর্যায়ের ১০ জনকে ২৫’শ টাকা করে ২৫ হাজার টাকা,মাধ্যমিক পর্যায়ের ১৫ জনকে ৬ হাজার করে মোট ৯০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫ জনকে ৯ হাজার ৫’শ করে ৪৭ হাজার ৫’শ টাকা শিক্ষা উপবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।