ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে ঘরে ফেরা মানুষের গাড়ীর সংকট ও যানযট তীব্র

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:-

বন্দর নগরী চট্টগ্রাম অক্সিজেন মোড় হতে দক্ষিণ মুখি ঘর ফেরা মানুষের কষ্ট চরম আকারে ধারণ করেছে। আজ সকাল হতে আস্তে আস্তে মানুষের ভীড় ও তার সাথে পাল্লা দিয়ে সংকট হতে থাকে যানবাহনের। অক্সিজেন হতে দক্ষিণ অঞ্চলের দিকে যারা নাড়ীর টানে ঘরে ফিরবে তাদের মধ্যে পার্বত্য উপজেলা খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, অপরদিকে পার্বত্য এলাকা রাঙ্গামাটির মানুষ পরে আরো চরম ভোগান্তিতে। আজ বিকাল ৩ টায় দেখা যায় হাটহাজারী চৌধুরী হাট ও ফতেয়াবাদ বাজারে গরু ছাগলের ক্রেতা বিক্রেতার কারণে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ঘন্টার ঘন্টার পর গাড়ি যেটা যেখানে আছে টাই দাঁড়িয়ে আছে। খুব ধীর গতিতে গাড়ি আগাচ্ছে। প্রশাসনের লোককে তৎপর দেখা গেলেও তারা সামাল দিতে খুব হিমশিম খাচ্ছে। কয়েকজন চালক ও যাত্রীর সাথে কথা বলে জানা যায়, গতকাল ও আজ দুইদিন হাটহাজারী চৌধুরী হাট ও ফতেয়াবাদ মদন হাট এলাকাসহ রাস্তার ওপর কোরবানী পশু বিক্রির কারণে ও ক্রেতা বিক্রেতার ঝামেলার কারণে এই জন দুর্ভোগ ও যানযটের সৃষ্টি হয়। তার সাথে একসাথে একইসময়েই সকল মানুষ ঘরমুখো হওয়ায় একটু বাড়তি চাপ গাড়ির ওপর দিয়ে যাচ্ছে। টিক একই সময়ে চৌধুরী হাট হতে বালুছড়া পর্যন্ত যানযট দেখা যায়। রাস্তার উভয় পাশে একই অবস্থা। বিকাল ৪ টায় দেখা যায় শত শত যাত্রী গাড়ির আশায় দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী কে বিরক্ত হতেও দেখা যায়। তারপরও মানুষের নাড়ীর টান বলে কথা। ঈদুল আযহার আনন্দের কাছে এই কষ্ট যেন কিছুই নয়। তারপরে ঘরের পাখি ঘরে ফিরবে মন খুলে আনন্দ করবে সবাই মিলে এই মহিমান্বিত ত্যাগ উপভোগ করবে এটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

চট্টগ্রামে ঘরে ফেরা মানুষের গাড়ীর সংকট ও যানযট তীব্র

আপডেট সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

মাসুদুল ইসলাম মাসুদ, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:-

বন্দর নগরী চট্টগ্রাম অক্সিজেন মোড় হতে দক্ষিণ মুখি ঘর ফেরা মানুষের কষ্ট চরম আকারে ধারণ করেছে। আজ সকাল হতে আস্তে আস্তে মানুষের ভীড় ও তার সাথে পাল্লা দিয়ে সংকট হতে থাকে যানবাহনের। অক্সিজেন হতে দক্ষিণ অঞ্চলের দিকে যারা নাড়ীর টানে ঘরে ফিরবে তাদের মধ্যে পার্বত্য উপজেলা খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, অপরদিকে পার্বত্য এলাকা রাঙ্গামাটির মানুষ পরে আরো চরম ভোগান্তিতে। আজ বিকাল ৩ টায় দেখা যায় হাটহাজারী চৌধুরী হাট ও ফতেয়াবাদ বাজারে গরু ছাগলের ক্রেতা বিক্রেতার কারণে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ঘন্টার ঘন্টার পর গাড়ি যেটা যেখানে আছে টাই দাঁড়িয়ে আছে। খুব ধীর গতিতে গাড়ি আগাচ্ছে। প্রশাসনের লোককে তৎপর দেখা গেলেও তারা সামাল দিতে খুব হিমশিম খাচ্ছে। কয়েকজন চালক ও যাত্রীর সাথে কথা বলে জানা যায়, গতকাল ও আজ দুইদিন হাটহাজারী চৌধুরী হাট ও ফতেয়াবাদ মদন হাট এলাকাসহ রাস্তার ওপর কোরবানী পশু বিক্রির কারণে ও ক্রেতা বিক্রেতার ঝামেলার কারণে এই জন দুর্ভোগ ও যানযটের সৃষ্টি হয়। তার সাথে একসাথে একইসময়েই সকল মানুষ ঘরমুখো হওয়ায় একটু বাড়তি চাপ গাড়ির ওপর দিয়ে যাচ্ছে। টিক একই সময়ে চৌধুরী হাট হতে বালুছড়া পর্যন্ত যানযট দেখা যায়। রাস্তার উভয় পাশে একই অবস্থা। বিকাল ৪ টায় দেখা যায় শত শত যাত্রী গাড়ির আশায় দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী কে বিরক্ত হতেও দেখা যায়। তারপরও মানুষের নাড়ীর টান বলে কথা। ঈদুল আযহার আনন্দের কাছে এই কষ্ট যেন কিছুই নয়। তারপরে ঘরের পাখি ঘরে ফিরবে মন খুলে আনন্দ করবে সবাই মিলে এই মহিমান্বিত ত্যাগ উপভোগ করবে এটাই প্রত্যাশা সবার।