মাসুদুল ইসলাম মাসুদ, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:-
বন্দর নগরী চট্টগ্রাম অক্সিজেন মোড় হতে দক্ষিণ মুখি ঘর ফেরা মানুষের কষ্ট চরম আকারে ধারণ করেছে। আজ সকাল হতে আস্তে আস্তে মানুষের ভীড় ও তার সাথে পাল্লা দিয়ে সংকট হতে থাকে যানবাহনের। অক্সিজেন হতে দক্ষিণ অঞ্চলের দিকে যারা নাড়ীর টানে ঘরে ফিরবে তাদের মধ্যে পার্বত্য উপজেলা খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, অপরদিকে পার্বত্য এলাকা রাঙ্গামাটির মানুষ পরে আরো চরম ভোগান্তিতে। আজ বিকাল ৩ টায় দেখা যায় হাটহাজারী চৌধুরী হাট ও ফতেয়াবাদ বাজারে গরু ছাগলের ক্রেতা বিক্রেতার কারণে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ঘন্টার ঘন্টার পর গাড়ি যেটা যেখানে আছে টাই দাঁড়িয়ে আছে। খুব ধীর গতিতে গাড়ি আগাচ্ছে। প্রশাসনের লোককে তৎপর দেখা গেলেও তারা সামাল দিতে খুব হিমশিম খাচ্ছে। কয়েকজন চালক ও যাত্রীর সাথে কথা বলে জানা যায়, গতকাল ও আজ দুইদিন হাটহাজারী চৌধুরী হাট ও ফতেয়াবাদ মদন হাট এলাকাসহ রাস্তার ওপর কোরবানী পশু বিক্রির কারণে ও ক্রেতা বিক্রেতার ঝামেলার কারণে এই জন দুর্ভোগ ও যানযটের সৃষ্টি হয়। তার সাথে একসাথে একইসময়েই সকল মানুষ ঘরমুখো হওয়ায় একটু বাড়তি চাপ গাড়ির ওপর দিয়ে যাচ্ছে। টিক একই সময়ে চৌধুরী হাট হতে বালুছড়া পর্যন্ত যানযট দেখা যায়। রাস্তার উভয় পাশে একই অবস্থা। বিকাল ৪ টায় দেখা যায় শত শত যাত্রী গাড়ির আশায় দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী কে বিরক্ত হতেও দেখা যায়। তারপরও মানুষের নাড়ীর টান বলে কথা। ঈদুল আযহার আনন্দের কাছে এই কষ্ট যেন কিছুই নয়। তারপরে ঘরের পাখি ঘরে ফিরবে মন খুলে আনন্দ করবে সবাই মিলে এই মহিমান্বিত ত্যাগ উপভোগ করবে এটাই প্রত্যাশা সবার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.