১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদ ভবন ফ্লোর টাইলসের নির্মান চলছে

- আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর (সাতক্ষীরা জেলা প্রতিনিধি) সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ি ইউনিয়ন পরিষদ ভবন ফ্লোর টাইলসের নির্মান কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুরা ভবনের ফ্লোর টাইলস দিয়ে নতুন রুপে আনার লক্ষে এই পরিষদ ফ্লোর রিপিয়ারিং বাজেট হয়েছে নয় লাখ আশি হাজার টাকা মাত্র, এই বাজেটে পুরো পরিষদ ভবন নির্মাণ কাজ শেষ করতে হবে। এমনটাই জানিয়েছেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর রহমান।
তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে উন্নয়নশিল দেশ হিসেবে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে তা আমাদের জন্য কল্যনকার ও বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশ উন্নয়নশিল ও স্মার্ট দেশ হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে।
ফিংড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব লুৎফর রহমান বলেন আমি এই ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবো, আসা করি আমার ইউনিয়ন বাসিকে একটা স্মার্ট ইউনিয়ন ও পরিষদ উপহার দিবো ইনশাআল্লাহ, সেই লক্ষে আমি কাজ করে যাচ্ছি।
ফিংড়ি ইউনিয়ন পরিষদের মোট সদস্য বিন্দুগনের তালিকা, জনাব লুৎফর রহমান, চেয়ারম্যান ফিংড়ি ইউনিয়ন পরিষদ। জনাব কাঞ্চন কুমার দে, সচিব ফিংড়ি ইউনিয়ন পরিষদ। মো: ইউচুপ সরদার ১নং এল্লারচর শিমুলবাড়ি। মো: আরশাদ আলী, ২নং বালিথা। মো: আবু সাহিদ মোল্লা, ৩নং ফয়জুল্লাপুর। মো: মাহফুজ সরদার, ৪নং ফিংড়ি গোবিন্দপুর। খান আব্দুল হামিদ, ৫নং দঃ ফিংড়ি সুলতানপুর।মো: জাহিদুজামান,৬নং গাভা। মো: আবু ছালেক, ৭নং ব্যাংদহা জোড়দিয়া।মো: আব্দুল রাজ্জাক সরদার, ৮নং উঃ জোড়দিয়া গোবরদাড়ী। দিপ্কার ঘোষ, ৯নং কুলতিয়া হাবাসপুর। মোছা:রেবেকা সুলতানা ১,২,৩, ফয়জুল্যাপুর। রত্না রাণী সরকার, ৪,৫,৬, গোবিন্দপুর। মোছা: ছালাম খাতুন, ৭,৮,৯,উঃ জোড়দিয়া। মো: আল ইমরান রিয়াদ,উদ্যোক্তা ফিংড়ি।
ফিংড়ি ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশ সদস্য বিন্দুগনের তালিকা, মো: হাফিজুল ইসলাম দফাদার, বিশ্বজীত সরকার গ্রাম পুলিশ, মো: মোসলেম আলী গ্রাম পুলিশ, মো: আয়ূব আলী গ্রাম পুলিশ, মো: শাহজাহান আলী গ্রাম পুলিশ, মো: হাফিজুল ইসলাম দফাদার, মো: আজিজুল ইসলাম গ্রাম পুলিশ, মো: আদর আলী গ্রাম পুলিশ, অসীম কুমার (নয়ন) গ্রাম পুলিশ, মো: রাশেদুজ্জামান গ্রাম পুলিশ।