সংবাদ শিরোনাম :  
                            
                            হোমনায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ১০:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
আদ্য ২৯-০৪-২০২৪ইং আনুমানিক সকাল ১০ টা সময় কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলাধীন ওপারচর গ্রাম সংলগ্ন কাঠালিয়ার শাখ নদী “মধুকূপিতে” গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুস সালামের (৭০) মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,নিহত আব্দুস সালাম প্রতি দিনের ন্যায় সকালে নদীতে গোসল করতে গিয়ে নিজের অজান্ত পানিতে ডুবে যায় ।
প্রথমে আত্নীয়-স্বজন ও এলাকাবাসী খোজাখুজি করে উদ্ধারের ব্যর্থ হলে। পরবর্তীতে হোমনা ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার করে ।
																			
										

























