হাসপাতালের সামনে অজ্ঞান অবস্থায় এক গরু ব্যবসায়ীকে পাওয়া যায়

- আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
গরু ব্যবসায়ীর কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার নিকট আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায় তিনি বাস যোগে শিয়ালমারি হাটে গরু কিনতে যাচ্ছিলেন,নাম সানোয়ার হোসেন (৪৫)পিতা; ফেলা মন্ডল তিনি মহেশপুর উপজেলার কাকলে দাড়ি গ্রামের বাসিন্দা
তার পরিবারের দাবি অনুযায়ী কাছে থাকা আনুমানিক আড়াই লক্ষ টাকা খোয়া গেছে বলে জানা যায়।পশু হাসপাতালের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।পরিবারের লোকজন আসলে স্হানীয়দের সহায়তায় অর্ধচেতন অবস্থায় তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জ্ঞান না ফেরাতে ঘটনা কিভাবে?ঘটেছে তার সাথে বিস্তারিত জানা সম্ভব হয়নি।তবে ধারণা করা হচ্ছে কোন খাবারের সাথে মিশিয়ে অচেতন করা হয়েছে।গত সপ্তাহেও শিয়ালমারী হাট থেকে ফরিদপুরের গরু ব্যবসায়ীর কাছ থেকে অজ্ঞান পার্টির খবর লক্ষাধিক টাকা খোয়া গেছে।চুয়াডাঙ্গা জেলা ঐতিহ্যবাহী গরুহাটের জন্য দেশে পরিচিত,সামনে কুরবানির ঈদ দেশের বিভিন্ন স্হান থেকে গরুর ব্যপারীরা গরু কিনতে আসে,এই সুযোগ কাজে লাগিয়ে অজ্ঞান পার্টি সদস্যরা সুযোগ নিচ্ছে। ইতিপূর্বে এদের দৌরাত্ম্য ছিল না।
প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।এবং গরু ক্রেতা বিক্রেতা হাট থেকে গরু কেনা বেচা বা লেনদেন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, এবং টাকা একা বহন করবেন না।