হাতিরঝিলে হঠাৎ ভেসে উঠল মরাদেহ
- আপডেট সময় : ০৮:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ
রাজধানীর হাতিরঝিলে হঠাৎ করে একটি মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফুল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞেস করে প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


















